চাঁদের সঙ্গি

মঙ্গলের আড়ালে লুকিয়ে চাঁদেরই যমজ সঙ্গী!

মঙ্গলের আড়ালে লুকিয়ে চাঁদেরই যমজ সঙ্গী!

চাঁদেরও যমজ সঙ্গী আছে? তা কি প্রতিবেশী মঙ্গলের উপগ্রহ? এসব প্রশ্ন দেখা দিচ্ছে নতুন আবিষ্কৃত একটি গ্রহাণু নিয়ে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছে, মঙ্গলগ্রহের আড়ালে খুঁজে পাওয়া ওই গ্রহাণুর রাসায়নিক গঠন অবিকল চাঁদের মতো। প্রথম দর্শনেও চাঁদ বলে বিভ্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়।